বাজার থেকে হঠাৎ সয়াবিন তেল উধাও হওয়ার কারণে দেশের জনগণ ভালো খাবার রান্না করতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সয়াবিন তেল হঠাৎ বাজার থেকে উধাও হয়ে গেছে। ঈদের আগের দিন হঠাৎ করে সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার কারণে দেশের সাধারণ জনগণ একটু ভালো খাবার রান্না করে খেতে পারেনি। সয়াবিন তেল সিন্ডিকেটের জন্য আওয়ামী লীগের সমর্থনপুষ্ট নেতারা দায়ী।’
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনের ভাসানী মিলনায়তনে তারুণ্যে শক্তির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- এবার ঈদে জনদুর্ভোগ নেই, যার কারণে বিএনপি কষ্ট পাচ্ছে। আমি সেতু মন্ত্রীকে বলতে চাই- আপনি খোঁজ নিয়ে দেখুন ঘরমুখী মানুষ ঘরে ফিরতে কী দুর্ভোগ সহ্য করছে।’
তিনি বলেন, ‘আমি সরকারকে বলতে চাই- জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন। জনবিস্ফোরণ এমনই একটি বোমা যা পৃথিবীর সকল বোমা থেকে শক্তিশালী। জনবিস্ফোরণ ঘটলে পালানোর জায়গা পাবেন না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তারুণ্যে শক্তির আহবায়ক শওকত আজিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply