ঢাকার ধামরাইয়ে ঈদের মাঠে বৃষ্টির কারণে খুতবা পড়া না পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার উপজেলার যাদবপুর ইউনিয়নের বিলকুশনাই দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে এই ঘটনা ঘটে। পরে এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে রজ্জব মোল্লা, সোলায়মান মোল্লা, ফারুক মোল্লা, দুলাল মোল্লা, শামীম মোল্লা, মিনহাজ মোল্লা, জুয়েল মোল্লা, জুলহাস মোল্লা, আলী হোসেন, এনায়েত হোসেন, নাজমুল, নাজিম ও মামুনের নাম জানা গেছে। এদের মধ্যে শামীম, ফারুক ও মিনহাজের অবস্থা গুরুতর।
আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকার পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ঈদের দিন সকালে বৃষ্টির কারণে বিলকুশনাই গ্রামের ঈদের নামাজে খুতবার আগেই একটি পক্ষ মোনাজাত করার দাবি করেন। এতে আরেক পক্ষ প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।
Leave a Reply