বিমল চন্দ্র, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
করোনা মহামারির কারণে দীর্ঘ ২ বছর পর সারাদেশের মতো ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী হাট কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে নামাজ আদায়ের জন্য, হাজী সাহেব, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ শত শত মুসল্লিদের ঢল নামে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী হাট সংলগ্ন বড়দেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
ঈদ-উল-ফিতরের এই নামাজে সমাজের সর্ব-স্থরের মানুষের মিলন মেলায় পরিণীত হয়। কারণ আশপাশের তিনটি ইউনিয়নের মুসুল্লিগণ বড়দেশ্বরী হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
নামাজ শেষে খুদবা পড়েন, খুদবা শেষে দেশ ও জাতির বিশ্ব উম্মার মঙ্গল কামনা করে দোয়া হাফেজ মাওলানা মোহাম্মদ মাসউদ আলম।
এ ছাড়াও ঠাকুরগাঁও জেলায় প্রতিটি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় থেকে সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply