কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি বসতবাড়ি ছাই হয়ে গেছে। গ্যাসের চুলা থেকে প্রথমে একটি বাড়িতে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মাতামুহুরী নদীতীরবর্তী পাড়াটির একে একে ৪০ বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া (সুশীলপাড়া) ও তৎসংলগ্ন মুসলিমপাড়ায় ঘটনাটি ঘটে। ভস্মীভূত হওয়া ৪০ পরিবারের মধ্যে ৩০ পরিবার হিন্দু ও বাকি ১০ পরিবার মুসলিম সম্প্রদায়ের বসতবাড়ি রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানিয়েছে, পাড়াটির ৪০টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যাওয়ায় আশপাশের অসংখ্য বসতবাড়ি আগুন থেকে রক্ষা পেয়েছে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, একটি বাড়ির চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মুহূর্তের মধ্যে ৪০টি বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের সময় বাতাসের গতিবেগ বেশি ছিল। তাই স্থানীয়ভাবে চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা প্রদান করা হবে। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে পরিবারগুলোকে।
Leave a Reply