বর্তমান নিউজ.কমঃ
ঈদ-উল-ফিতর এর উপলক্ষে নিউ হোপ ফাউন্ডেশনের পক্ষ হতে একজন কর্মঠ দরিদ্রকে ১টি নতুন ভেনগাড়ী ও ১২৫ টি সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় সংস্থাটির প্রধান ফয়সাল মুন্সী সমাজের বৃত্তবান ও সচ্ছল লোকদের নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ানোর অনুরোধ করেন এবং সকলকে নিউ হোপ ফাউন্ডেশন এর প্রতি আর্থিক সাহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ও বিণীত অনুরোধ করেন, পাশাপাশি নিউ হোপ এর পাশে থাকার জন্য আই.এস.ডি কে ধন্যবাদ জানান।
এছাড়া নিউ হোপ ফাউন্ডেশনকে স্বার্বিক সহায়তা করায় জনাব রিদওয়ান আহমেদ হৃদয়, মোঃ সাজ্জাত হোসাইন, মীর রিফাত রায়হান, মোঃ মুনতাসিন আহমেদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল আহাদ মুন্সী ও প্রমুখে এর প্রতি তিনি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিবারে ন্যায় আগামীদিন গুলোতে ও একইভাবে পাশে থাকার আহবান জানান।
Leave a Reply