বর্তমান নিউজ.কমঃ
দীর্ঘ দুই বছর পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) এস এম রাসেল ইসলাম নূর জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাতে প্রায় ১০ হাজার এর বেশি মুসল্লী এক সঙ্গে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ইতোমধ্যে কেন্দ্রীয় ঈদগাকে নামাজ পড়ার উপযোগী করার কার্যক্রম চলছে। বৃষ্টিতেও যাতে নামাজের কোন ব্যাঘাত না ঘটে তার জন্য পুরো ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হবে।
Leave a Reply