মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি
ঈদুল ফিতর এবং মে দিবস উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬দিন ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিকআমদানি – রফতানি বাণিজ্য কার্যক্রমের বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানোহয়।
এ সময় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েযাত্রী পারাপার কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে সরকারি ছুটিব্যতীত বাংলাবান্ধা কাস্টমস ও বন্দরের সব কার্যক্রমচালু থাকবে বলে জানিয়েছে বন্দর ও কাস্টমসকর্তৃপক্ষ।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান কুদরত-খুদা মিলন বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেইসঙ্গে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের ২ অথবা ৩ তারিখ হতে পারে। যার কারণে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পবিত্রঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আগামী ১ মে রোববার থেকে ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত বন্দরদিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিবাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসঙ্গে ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সেদিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রমএমনিতেই বন্ধ থাকবে। বন্ধ শেষে ৭ মে -শনিবার পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। বিষয়টিএক পত্র দ্বারা বাংলাবান্ধা কাস্টমস, বাংলাবান্ধা স্থলবন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট,ব্যাংক, ভারতীয়ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানোহয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা প্রভাষ কুমার বিশ্বাস, ও মোঃ আব্দুল রাজ্জাক শহিদুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ীহিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিদিন কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে।এছাড়া কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলাথাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়েপাসপোর্ট যাত্রীরা পারাপার করতে পারবেন।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ ও
শওকত আলী বলেন, সরকারি ছুটি ব্যতীত বন্দরের সবকার্যক্রম চালু থাকবে। পাশাপাশি এ সময়বন্দরে আটকে পড়া পণ্য খালাস নিতে চাইলে আমদানিকারকরা নিতে পারবেন।
Leave a Reply