ঈদযাত্রার ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ লিমিটেডের কর্মকর্তা মো. রেজাউল করিম রাজাকে কমলাপুর স্টেশনের সার্ভার রুম থেকে র্যাব গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সহজ।
সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রাজাকে গ্রেপ্তারের পর চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে সহজ।
তবে রেজাউল করিমকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেনি র্যাব। রেলওয়ের তরফ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
তবে সহজ লিমিটেডের মুখপাত্র ফরহাত আহমদ সমকালকে জানিয়েছেন, মোঃ রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকেট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। গত ২১ মার্চ তাকে নিয়োগ দেয় সহজ। গত মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করেছে র্যাব।
রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ, স্টেশনের সার্ভার নিয়ন্ত্রণের সুযোগে তিনি থ টিকিট কেটে তা তিন চার গুণ দামে বাইরে বিক্রি করেছেন। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হলেও রেলওয়ে তা স্বীকার করেনি। রেজাউল করিমের স্বজনরা গত দুই দিন কমলাপুরে এসে কান্নাকাটি করলেও সহজও গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।
টানা ১৫ বছর ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে ছিল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। গত ২৬ মার্চ দায়িত্বে আসে সহজ, ভিনসেন ও সিনোসিসের জয়েন্ট ভেঞ্চার। ঈদযাত্রার ট্রেনের টিকিটের জন্য প্রতিদিন হাজারো মানুষ কমলাপুরে দিনভর লাইন ধরেও টিকিট পাননি। তারা টিকিট কালোবাজারির অভিযোগ করলেও, রেল এত দিন তা অস্বীকার করেছে।
সহজ-সিনেসিস-ভিনসেন বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে কোনো কর্মীর বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ এলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply