বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ এপ্রিল বাদ আসর চিনারদী স্ট্যান্ডস্থ দারুল উলূম আবু বকর সিদ্দিক (রাঃ) মাদ্রসা ও এতিম খানায় বন্দর উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে মাদ্রসার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়।
এ সময়ে নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ হুজাইফা।
দোয়া শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ছাত্র সমাজের সভাপতি নয়ন সরদার, সিনিয়র সহ-সভাপতি রোমান খান, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আব্রাহাম জয় ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক ইউসুফ, রোমেল, সদস্য হাসনাত, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সদস্য সাব্বির, সিয়াম ও সোহেল প্রমূখ।
Leave a Reply