দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১০ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কালিরবাজারস্থ দেলোয়ার টাওয়ারে পত্রিকা কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শরীফ হাসান চিশতি, প্রধান সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আরজু আহমেদ, জেলা ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি, জেলা সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক জুলহাস, হোসিয়ারী ও লোকাল গার্মেন্টস ইউনিয়নের সভাপতি স্বপন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, আজকের নীরবাংলা পত্রিকার সহ-সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, কবীর আহমেদ, সিনিয়র ফটো সাংবাদিক শহীদ হোসেন, ফটো সাংবাদিক ওয়ার্দি রহমান, আল-আমিন সেন্টু, খাদেম জসিমউদ্দীন, মতিউর রহমান, ফরিদ হোসেন, আওয়ামী মহিলা যুব লীগ নেত্রী সুমি বেগম, রিংকু, কালাম, রুবেল প্রমুখ।
এসময় দেশ ও জনগণের উন্নয়নের জন্য এবং সকল মৃত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply