তৌফিক এলাহী, বগুড়া প্রতিনিধিরঃ
বগুড়ার শাজাহানপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্র প্রকল্পে আওতায় ভর্তুকীমূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হার্ভেষ্টার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদে কৃষি যন্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে কম্বাইন্ড হার্ভেষ্টার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ বলেন,আমাদের পক্ষ থেকে কৃষকদের সব সময় সার্বিক সহযোগিতা থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, চলতি বছর এ উপজেলায় ২টি কম্বাইন্ড হার্ভেষ্টার বিতরণ করা হচ্ছে। যার প্রতিটির মূল্য ২৮ লাখ টাকা। এই মূল্যের অর্ধেক টাকা সরকার ভর্তুকী হিসেবে দিচ্ছে। বাকি অর্ধেক টাকা জমা কৃষক পাচ্ছেন অত্যাধুনিক এই কৃষিযন্ত্র। কম্বাইন্ড হার্ভেষ্টার যন্ত্রটি দিয়ে স্বল্প সময়ে একই সাথে ধান কাটা, মাড়াই, ঝাড়াই করা যাবে।
Leave a Reply