নারায়ণগঞ্জে রুপগঞ্জে ফেনসিডিল সহ আটক ৪ মাদক বিক্রেতাকে ছাড়াতে র্যাবকে ঘুষ দেওয়ার চেষ্টা।
২৩ এপ্রিল গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মিঠাবো ফকিরপাড়া এলাকায় র্যাব-১১ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করে।
তারা হলো মাইন ফকির বাবু (৩০), মোঃ কাজী দীপু (৩২), মোঃ আমিরুল ইসলাম সজীব (৩৮), মোঃ লিমন ভূঁইয়া (৩২)।
সে সময় মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম সঞ্জীবকে (৩৮) আইনের আওতায় না নেওয়ার জন্য এবং বিষয়টি গোপন রাখার জন্য মোঃ আনিছুর রহমান (৩২) র্যাব সদস্যদের তাৎক্ষনিক নগদ ১ লাখ টাকা উৎকোচ প্রদানের চেষ্টা করে। ফলশ্রুতিতে উৎকোচের টাকাসহ মোঃ আনিছুর রহমানকে র্যাব সদস্যরা গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়,
গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।
তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply