নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ জেলা কোটে আওয়ামীপন্থী আইনজীবীরা।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা আদালত প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন ভূইয়া জানান, জিউস পুকুর সম্পর্কে পুরো বিশ্ব জানে। মেয়রের পরিবারের সদস্যদের নামে ৬টি ভুয়া দলিলে এটা লিখে নেওয়া হয়েছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। খোকন সাহা সত্য কথা বলেছেন একটি সম্প্রদায়ের পক্ষে কথা বলেছেন। এটা কোন অন্যায় নয়। আপনি মোশতাকদের কথায় এ মামলাটা করেছেন। এটা আমরা মেনে নেব না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বলেন, আমরা কার বিরুদ্ধে প্রতিবাদ করব? কীসের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা ক্ষমতাসীন দলের হয়েও প্রতিবাদ করছি, কি অদ্ভুত ব্যাপার। একজন আইনজীবী যিনি ৪০ বছর যাবৎ রাজনীতি করছেন। তার জন্য প্রতিবাদ সভা করতে হচ্ছে। যিনি মামলা করেছেন তিনিও তো নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়ে বসে আছেন। নৌকা না থাকলে বোঝা যেত কার কতটুকু ক্ষমতা। আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন তারা ভাল লোক না। অতি দ্রুত মামলা প্রত্যাহার করে দলীয় ফোরামে বিষয়টি সুরাহা করুন।
Leave a Reply