বগুড়া শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত ওয়ার্ড নেতা মন্তেজার রহমান মন্তা হত্যার দাবিতে সমাবেশ করা হয়।
বগুড়া শাজাহানপুর উপজেলার সামনে যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে উক্ত সমাবেশ এর আয়োজন করে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি সুলতান আহেমদ ও যুবলীগ নেতাকর্মীরা।
আহত ওয়ার্ড যুবলীগ নেতা মন্তেজার রহমান মন্তা মঙ্গলবার রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। স্কুল কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে ৪ এপ্রিল তাকে ছুরিকাঘাত করা হয়। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আগের মামলা হত্যা মামলায় পরিণত হবে। গ্রেফতার দু’জনের মধ্যে একজনকে বুধবার দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ বলেন, চোপীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মন্তেজার রহমান মন্তা শাহনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে। স্থানীয় শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম মঞ্জু অবৈধ পন্থায় নাশকতা মামলার আসামি মানিকুর রহমান মানিককে ম্যানেজিং কমিটির সভাপতি করেন। এ নিয়ে মন্তা ও মানিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভিপি এম সুলতান আহমেদ হত্যার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মন্তাকে ছুরিকাঘাতের পরপরই রক্তমাখা ছুরিসহ মানিক ও তার ছেলে জীবনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply