বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। ২৫ এপ্রিলের মধ্যে গার্মেন্টসসহ সকল খাতের শ্রমিকদের যাবতীয় বেতন-ভাতা পরিশোধ, খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও দুর্নীতি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জোটের কেন্দ্রীয় নেতারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ সফল করতে জোটের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply