ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে সাভারের ব্লোট ক্লাবে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে আদেশের জন্য ১৮ মে তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের জানান, শুনানিতে আসামিদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চান। আর রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের কথা শুনে আদালত অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন।
আবাসন ব্যবসায়ী নাসির মাহমুদ ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে গত ১৪ জুন মামলা হওয়ার পর তাকে বহিষ্কার করা হয়। মামলার অপর আসামি অমি ও শহিদুল আলমও বোট ক্লাবের সদস্য ছিলেন। তিন আসামিই এখন জামিনে আছেন।
পরীমণি এদিন শুনানিতে এসেছিলেন স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে। আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভীর সঙ্গে শুনানিতে অংশ নেন এ ট্রাইবুনালের পিপি সহিদুল ইসলাম ঢালী। আসামিপক্ষে ছিলেন এ এইচ ইমরুল কাউছারসহ কয়েকজন।
Leave a Reply