বিমল চন্দ্র (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানগর ইউনিয়নে মোঃ মজির উদ্দিন পেঁয়াজ চাষে গত বারের চেয়ে অধিক সাফল্য অর্জুন করেছে
২ নং আখানগড় ইউনিয়ন ফেলানপুর গ্রামে প্রায় দেড় একর, পেঁয়াজ চাষ করে গত বছরের তুলনায় অধিক সাফল্য হবে বলে মনে করেন মোঃ মজির উদ্দিন।
তিনি গত বারের মত এবারেও লাল তীর কোম্পানির বীজ চাষ করেন অল্প করচে অধিক লাবজনক বলে তিনি মনে করেন।
প্রতি শতকে তিন থেকে চার কেজি বীজ হয় যা কেজি প্রতির মুল্য এক হাজার টাকা। প্রতি শতাংশে আয় হয় ৫ হাজার।
আখানগর ইউনিয়নে পরিষদ এর কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, তিনি জানান এবছরে যে হারে পেঁয়াজ চাষে সটিক সাফল্য হয়েছে তা থেকে দেশের চাহিদা পুরন হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর কৃষি কর্মকর্তা মেঃ মনিরুজ্জামান তিনি বলেন ঠাকুরগাঁও এ এবছরে বিপুল পরিমানে পেঁয়াজ চাষ হয়েছে যা শুধু দেশের নয় বেশি চাষের মাধ্যমে দেশের বাইরে রপ্তানি করা যাবে।
Leave a Reply