বিমল চন্দ্র (ঠাকুরগাঁও প্রতিনিধি)
ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় পর্যায়ে ডিলারের মাধ্যমে টিসিবি-র পণ্য বিক্রি শুরু হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগড় ইউনিয়নে তিনটি ভেন্যুতে ১২৭১ জন উপকার ভোগী পরিবারের মাঝে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় সদর উপজেলার আখানগড় ইউনিয়ন পরিষদ চত্বরে দ্বিতীয় পর্যায় টিসিবির পন্য বিক্রির উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ রোমান বাদশা এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়।
দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে উপকারভোগীদের মধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে ন্যায্যমুল্যে টিসিবি পন্য বিতরণ করা হচ্ছে। টিসিবি-র পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি মশুর ডাল (৬৫ টাকা কেজি দরে), দুই কেজি চিনি (৫৫ টাকা কেজি দরে), দুই লিটার সোয়াবিন তেল (১১০ টাকা লিটার দরে) এবং দুই কেজি ছোলা (৫০ টাকা কেজি দরে)। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে উর্দ্ধগতি এবং পবিত্র রমজানকে সামনে রেখে টিসিবি এসব পন্য বিক্রি করছে।
Leave a Reply