বর্তমান নিউজ.কমঃ
শহরের ১৪নং ওয়ার্ডে দেওভোগ দাতা সড়ক এলাকায় নজরুল ইসলাম, ছেলে, মোঃ তানভীর ও মেয়ে, তানজিলা আক্তারের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ । স্বামীর পরিবার কে জিম্মি করে সন্ত্রাসী হামলা।
নজরুল ইসলাম ও তার কন্যা দেওভোগ দাতা সড়ক এলাকায় বিভিন্ন লোকজন থেকে চাঁদা দাবি করে আসছে । সহচর দের দাপটে তাদের এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তারা।
জানা গেছে,নজরুল ইসলাম এর মেয়ে দাতা সড়ক এলাকায় বিভিন্ন ছেলেদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত।বাবার আশ্রয় এবং দাপটে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সে।
আরও জানা গেছে,পশ্চিম দেওভোগ এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এর ছেলে, রাকিব হাসান (২১) কে (৮ মার্চ ২০২১) তারিখে তানজিলা আক্তার এর ভাড়াটিয়া সন্ত্রাসী দারা তুলে নিয়ে গিয়ে, জোরপূর্বক ১০ লাখ টাকা কাবিন এ বিয়ে করেন। কাবিনেরব ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে রাকিব হাসানের পরিবার কে হেনস্তা করছে বলে জানান তিনি।
রাকিব হাসান, পুলিশ সুপার এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাতে অন্যান্য অভিযোগের সাথে তিনি পরিবারের নিরাপত্তা বিষয়ে ভীতি প্রকাশ করেছেন।কারণ তার পরিবার ইতিমধ্যে একবার তানজিলা আক্তার এর পরিবার দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। তিনি এই হয়রানি থেকে মুক্তির জন্য পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply