বর্তমান নিউজ.কমঃ
বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় এর ২০১৪ ব্যাচ এর ইফতার পার্টি ও দোয়া অনুষ্ঠিত হয়।
১৫ এপ্রিল রোজ শুক্রবার, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে ইফতার পাটি ও আলোচনা এবং দোয়া আয়োজন করা হয়।
এসময়, স্কুলের ২০১৪ ব্যাচ এর ছাত্ররা তাদের সেই ছোট বেলার কথা মনে করে ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। সকলের উপস্থিতি যেন এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় । বেগম রোকেয়া স্কুলের স্যার ও ছাত্ররা যেনো তাদের সেই হারানো দিন গুলা ফিরে পেয়েছিলো কিছুটা সময়ের জন্য। এরকম আয়োজন যাতে সব সময় করা যায় সে দিকে খেয়ার রাখতে বলেন সবাইকে।
শিক্ষক মোহাজ্জেম হোসেন বলেন, তোমাদের সবাইকে এতো দিন পরে একসাথে দেখে আমাদের খুব ভালো লাখছে। তোমাদের মতো এখনো আর কোন ব্যাচ করেনি। তোমরা সবাই আমাদের একটা অংশ আমি দোয়া করি সকলে জন্য।
এসময় উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মোহাজ্জেম হোসেন, শিক্ষক মোঃ আসিফ আহাম্মেদ সুমন, শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান , শিক্ষক মোঃ মোহন,সহ ২০১৪ব্যাচ এর ছাত্ররা।
Leave a Reply