ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, এই আইন যত্রতত্র প্রয়োগ না করে সতর্কতার সঙ্গে প্রয়োগ করা উচিত। এটা নিয়ে স্বার্থান্বেষী মহল দেশে-বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এটা নিয়ে সমালোচনা হোক সেটা আমরা চাই না।
বুধবাররাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটোরিয়ামে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের দু’বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বলেন, এই আইন দেশের জন্য করা হয়েছে, সাধারণ মানুষের আইনি সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে। কিন্তু এটার জন্য আমাদের দেশের সমালোচনা হোক, বিব্রতকর অবস্থায় পড়ি সেটা কাম্য নয়।
তিনি বলেন, পুলিশের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন- এই তিন জায়গায় কাজ করা দরকার। সবার সহযোগিতায় কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। কনস্টেবল পদে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে, যার সুফল দেশের মানুষ খুব শিগগিরই পাবেন। এএসপি পদে নিয়োগবিধিতেও সংস্কার আনার সময় এসেছে।
অনুষ্ঠানের শুরুতে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্সপেকশন) ড. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজি কামরুল আহসান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আইজিপির কর্মকালের খন্ডচিত্র নিয়ে তৈরি দু’টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আইজিপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের অভিমতের ভিত্তিতে ‘পরিবর্তনের পরিক্রমা: নাগরিক অভিমত’ এবং বিট পুলিশিংকে উপজীব্য করে রচিত ‘দুর্জয়ের ডাইরি’র দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়।সূত্র,সমকাল
Leave a Reply