জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের পর মানুষ ভাল নেই। তার দাবি, পবিত্র রমজান মাস চলছে বলে সংযম দেখাচ্ছে জাপা।
সরকাকে হুঁশিয়ার করে তিনি বলেন, ঈদের পর আর সংযম সম্ভব নয়। মানুষের অধিকার আদায়ের রাজপথে থাকবে জাপা।
রোববার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর জাপার দোয়া ও ইফতার মাহফিলে এসব জাপা চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন মুজিবুল হক চুন্নু।
এসময় তিনি দাবি করেন, জাপা কারো দালালি, লেজুরবৃত্তি করে না। আগামী নির্বাচনে জাপা কারো সাথে নেই। কারো প্রয়োজন হলে জাপার দালালি করবে।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলের উপনেতা জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হতে পারে। সুষ্ঠু নির্বাচন হলে যারা সরকারের সুযোগসুবিধা ভোগ করছে তারাই শুধু সরকারি জোটে ভোট দিবে। নির্যাতিত-নিপীড়িত বিশাল জনগোষ্ঠী বিরোধী জোটকে ভোট দেবে।
তিনি আরও বলেন, মানুষ যাতে ভরসা রাখতে পারে, সেজন্য জাপাকে সুসংহত করতে হবে। নির্বাচন এলে কিছু মানুষ সরকারি দলের দালালি করতে চায়। যারা দালালি করবে জাতীয় পার্টিতে তাদের জায়গা হবে না।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
Leave a Reply