মানিকগঞ্জের পৃথক অভিযানে ১১ লাখ টাকার বেশি মূল্যের হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে এসব মাদক উদ্ধার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাটুরিয়া উপজেলার ভাসিয়ানী কৃষ্ণপুর গ্রামের আওলাদ হোসেন (৪২), ওয়াদুদ রহমান (৪৫) ও ফারুক হোসেন (৩৫) এবং কামতা গ্রামের আবদুর রাজ্জাক (২৫), কমলপুর গ্রামের লাবু মিয়া (৩৪), ধুল্যা গ্রামের মোয়াজ্জেম হোসেন (২৯) ও আরিফুল ইসলাম (৩০), হরগজ গ্রামের লুৎফর রহমান (৫২) এবং সদর উপজেলার চরখন্ডগোলড়া গ্রামের শামীম হোসেন (৩১)।
জেলা ডিবি পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এবং পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে গতকাল শনিবার রাত নয়টার পর থেকে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশের তিনটি দল। অভিযানে ওই নয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসব হেরোইনের আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদকব্যবসা করতেন। তাদের অধিকাংশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। রোববার সকালে গ্রেপ্তার নয়জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এরপর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply