মোঃ কবির, সিরাজগঞ্জ প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা,কাচিহারা গ্রামের এম,এ মুসা নামক এক যুবক ফেইসবুক বন্ধুদের সাহায্যে ও নিজ অর্থায়নে ১৮০ পিছ কুরআন শরীফ বিতরণ করেন বিভিন্ন মাদ্রাসায়।
তিনি বলেন, কয়েকবছর ধরে তিনি একাই এই মানবসেবার কাজ করে আসছেন। অসহায়,দরিদ্র,গরিব ও অনাথ শিশুদের কথা চিন্তা করে তাদেরকে কুরআনের আলোকে ছড়িয়ে দিতে তিনি এইসব মানব সহায়তার কাজে এগিয়ে যান।
বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিভিন্ন হাফেজি ও নূরানি মাদ্রাসায় অর্থনৈতিক অভাবের কারণে পরিপূর্ণ মাদ্রাসা গড়ে তুলতে না পারায় শিশুদের গরমের মধ্যে অনেক কষ্ট করে পড়তে হয় এবং মাঝে- মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠানের কাজের জন্য জন সমাজের মাঝে সহযোগিতার হাত বাড়াতে হয়,এসব দেখে তিনি সারা দেশে এই মানব সেবার কাজ করার জন্য কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি গণমাধ্যমের সাহায্য এ মানবসেবার তথ্যটা দেশের প্রতিটি যায়গায় পৌঁছে দিতে চাই।
কারণ, এতদিন তিনি একায় বিভিন্ন যায়গায় বিভিন্ন মাধ্যমে কুরআন শরীফ বিতরণ করে আসছেন। এছাড়াও তিনি নিজে গিয়ে বা পরিচিত লোক দিয়ে বা নির্দিষ্ট যায়গায় নিকটীয় লাইব্রেরিম্যান এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে কুরআন শরীফ বিতরণ করেন দেশের বিভিন্ন অঞ্চলে। ইতি মধ্যে সিরাজগঞ্জ,পাবনা,ও মাদারিপুর জেলায় ১৮০পিছ কুরআন শরীফ বিতরণ করেছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন দুর-দুরান্তের জায়গায় মোবাইল ফোনে নিকটীয় মাদ্রাসার পরিচিত হুজুরের মাধ্যমে ছাত্র-ছাত্রীর সাথে কথা বলে নিশ্চিত করে কুরআন শরীফ প্রদান করে থাকেন।
এতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা খুব খুশি হয় বলে জানান তিনি। তাই তিনি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন অসহায় শিশুদের কুরআনি শিক্ষায় আলোকিত করে শিশুদের সন্তুষ্টির জন্য দেশের প্রতিটি ইসলামিক প্রতিষ্ঠানের এই মানব সেবাই এগিয়ে আসার জন্য বা অসহায় শিশুদের প্রতি অর্থনৈতিক বা কুরআন শরীফ ক্রয় করে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply