বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবিতে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছির ও প্রতিবাদ সভা করে।
বুধবার (৬ এপ্রিল) ১২টার দিকে শহরের প্রধান সড়কে এ মিছিলে করে হোসিয়ারী শ্রমিকরা, তাদের ৮ দফা দাবি হলো,বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২১০ ধারা মোতাবেক নারায়ণগঞ্জ সকল হোসিয়ারী শ্রমিকদের দাবি হলো।
১/বেতন বিধি করা ২/ এন আর এস গেঞ্জির ৭০%ভাগ মূল্য বূদ্ধি করিয়া মজুরী প্রদান ৩/ দৃর্গা উৎসবে ৩দিন ছুটি প্রদান করা ৪/ বর্ডি মেশিন শ্রমিকদের বেলায় ২দিন ধরিয়া ৮ ঘন্টা ৩০০ টাকা দিতে হবে ৫/ ঘর ভাড়া যাতায়ার ভাড়া সহ সকল খরচ শ্রমিকে দিতে হবে ৬/নারী শ্রমিকদের জন্য মাতৃকালীন স্বপবেতনে ৬মাসের বেতন প্রদান করিতে হবে ৭/ হোসিয়ারী শিল্পের সহিত সম্পর্কিত হোসিয়ারী এন্ড লোকাল গার্মেন্টস হিট ক্যালেন্ডার,সাটিং,দর্জি,ছাপাখানা,কালাম্যান,সহ সকল শ্রমিকের বেতন ৫০%বিধি করিতে হবে ৮/ শ্রমিক ইউনিয়নের আসবাবপত্র প্রদান করিতে হবে ও বিসিক শিল্পনগরীতে শ্রমিক ইউনিয়নের জন্য জায়গা দিতে হবে। এসব দাবিতে হোসিয়ারী শ্রমিকরা বিক্ষোভ করে।
Leave a Reply