বর্তমান নিউজ.কমঃ
কিশোরগ্যাং দেশে ভয়াবহ সন্ত্রাসী একটি গ্যাং। বিগত কয়েক মাস যাবত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে বাংলাবাজার ও কাশিপুরের কিশোরগ্যাং এর উৎপাদ ।
কিন্তু পুলিশের কোন ব্যবস্থা বা টহলের গন্ধপর্যন্ত পায়নি এলাবাবাসী। কিশোরগ্যাং থামানো না গেলে কাশিপুর ও বাংলাবাজার রোড এলাকায় যে কোন মুহর্তে ঘটতে পারে প্রানহানির ঘটনা। এজন্য কে দায়ি থাকবে?
এদিকে গত ৫ তারিখ বাংলাবাজার এলাকায় মেয়ে নিয়ে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত কিশোর (১৪) কে বেধর মারপিটের পর অজ্ঞান করে ফেলে দেওভোগ নুর মসজিদ এলাকার ফারুকের ছেলে নাছির, গাঙ্গুলি বাড়ির জাহাঙ্গীরের ছেলে সাব্বির, গাঙ্গুলি বাড়ির বাদলের ছেলে রিয়াজ।
এ নিয়ে দেখা দেয় চরম উত্তেজনা। এদিকে ৩ কিশোরকে এলাকাবাসী ধরে আটক করে রেখে পুলিশে খবর দিলে একপর্যায় দেড় ঘন্টা পরে ৩০ থেকে ৪০জন কিশোরগ্যাং এর একটি দল তাদের ছাড়িয়ে নিয়ে যায়। ঘটনাস্থল শান্ত হলে পুলিশ ২ ঘন্টা পর ঘটনাস্থলে আসে। এমন অবস্থা এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন পুলিশের প্রতি।
এলাকাবাসী জানান, পুলিশের অভিযান যদি না থাকে হয়তো এ এলাকায় কয়েকটা কিশোরের লাশ পরবে। আমরা পুলিশ সুপার ও র্্যাবের দৃষ্টি আর্কষন করছি আমাদের রক্ষা করুন আমাদের ছেলে মেয়েদের বাচাঁন।
Leave a Reply