বর্তমান নিউজ.কমঃ
বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর বাস ভবনে দুপুরে দুঃসহসিক চুরি ঘটনার ৫ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে।
গত ৩ এপ্রিল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারি মাসুদা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬(৪)২২ ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০।
এর আগে ২৯ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় বন্দর থানার কাইতাখালি এলাকাস্থ মাসুদা বেগমের বসত বাড়িতে এ চুরি ঘটনাটি ঘটে। ওই সময় অজ্ঞাত চোরের দল কৌশলে মেইন গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৭ ভড়ি ওজনের স্বাণার্লংকার ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ২৪ নং ওয়ার্ডস্থ কাইতাকালি এলাকার মৃত ডাঃ আব্দুল রউফ মিয়ার স্ত্রী মাসুদা বেগম দীর্ঘ দিন ধরে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারি হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে।
এর ধারাবাহিকতায় গত ২৯ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় প্রতিদিনের মত সে তার কর্মস্থলে যায়। পরে বিকেল ৪টায় তিনি তার কর্মস্থল থেকে পুনরায় তার নিজবাড়িতে ফিরে আসে। একই তারিখ বিকেলে স্বাস্থ্যকর্মী মাসুদা বেগম কর্মস্থল থেকে এসে বোনের বাড়ী লক্ষনখোলা এলাকায় দাওয়াত খাওয়ার জন্য বাড়ির মেইন গেইট তালা দিয়ে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওই সুযোগে অজ্ঞাত চোরের দল মেইন গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারিতে রাখা ৭ ভড়ি স্বর্ণলংকার ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে এ রিপোর্ট লেখা পর্যন্ত চোরাইকৃত মালামাল উদ্ধোরের সংবাদ জানাতে পারেনি পুলিশ
Leave a Reply