৯ বছর আগে গাড়িতে আগুন দেওয়ার মামলায় রাজধানীর মুগদার বিএনপির সাত নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় খালাস পেয়েছেন ২৯ জন।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান খান।
দণ্ডাদেশ পাওয়া সাত আসামি হলেন মো.ওয়াসিম, মো.স্বাধীন, মো.খায়রুল, মো. মুক্তার, মো.রুবেল, নবী হোসেন ও মো.কামাল। তাঁদের মধ্যে খায়রুল, রুবেল ও কামাল কারাগারে। অন্যরা পলাতক।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১৮ মার্চ মুগদায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মুগদা থানায় মামলা করে। তদন্ত শেষে ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় ১১ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, মামলায় মুগদা এলাকার সাত নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
Leave a Reply