মোঃ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী (শেরপুর)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের পক্ষ বিনামূল্যে চেয়ার, ফুটবল ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন
উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, প্রচার সম্পাদক মজিবর রহমান, ইউপি সদস্য জোসনা বেগমসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
জানা যায় ২০২১-২০২২ অর্থ বছরে এডিপি কর্তৃক বরাদ্দকৃত ৬ লক্ষ ১৬ হাজার ৪ শত টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ক্লাবে ১৭৭টি চেয়ার ও ১২৪টি ফুটবল এবং উপজেলার বিভিন্ন স্থানে গরীব, অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৪৪টি হ্যান্ড টিউবওয়েল প্রদান করা হয়।
Leave a Reply