রাজধানীর চকবাজার এলাকায় টিনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান শাহজাহান শিকদার।
Leave a Reply