বন্দর প্রতিনিধি:
বন্দরে মুছাপুর ফুনকূল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।
গতকাল (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ফুনকূল এলাকায় আনোয়ারের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই দিন রাতেই আহত আনোয়ার হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ সহ আর ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, দাসেরগাঁও এলাকার আশরাফ উদ্দিন, নুর উদ্দিন দেওয়ান এর ছেলে আরিফুল ইসলাম অপু, মনির মিয়ার ছেলে পলাশ ও সুমন, সিরাজুল ইসলাম সেরু মিয়ার ছেলে সোহেল, নুরু মিয়ার ছেলে মাসুদ রানা কচি, আক্তার হোসেনের ছেলে জুনায়েত, আশরাফ দেওয়ার এর ছেলে মাহাবুব আলম জিকু।
ভূক্তভোগী আনোয়ার হোসেন জানান, মুছাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মান্নাত নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই ফনকূলবাসীর উপর একেপর এক হামলা চালাচ্ছে তার সন্ত্রাসী বাহিনী। আমরা ফনকূলবাসী খুবই নিরীহ কারণ আমাদের দাসেরগাঁও এলাকা দিয়ে চলাচল করতে হয়, বিকল্প কোন রাস্তা নেই। তার জন্যই আমরা তাদের কাছে জিম্মি। গতকাল সন্ধ্যায় প্রায় ৪০/৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ফনকূল স্কুলের সামনে এসেই আমাকে সহ আমার ছেলেকে দাওয়া করে। এরপর আমাদেও বাড়িতে প্রবেশ করে বাড়িঘরে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাত চালায়। এসময় ঘরের এক পাশের অংশ ভেঙ্গে ফেলে। একই সময় আমার ঘরে থাকা নগদ তিন লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে পাঁচভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে সন্ত্রাসী বাহিনীরা। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply