বর্তমান নিউজ.কমঃ
ফতুল্লায় আলমগীর হোসেন নামে এক ইট ভাটা শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে করে হত্যার ঘটনার মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানির শান্তিনগর এলাকা থেকে শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
গ্রেপ্তারাকৃতরা হলেন- ওমর ফারুক ও আব্দুল আলী। তাদের মালিকানাধিন ইট ভাটাতেই নিহত আলমগীর লোড আনলোডের কাজ করতেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় আলমগীর মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে এই হত্যাকান্ডের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
Leave a Reply