বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় রূপসী গার্মেন্টসের শ্রমিকেরা সড়কে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ জানায়, রূপসী গার্মেন্টসের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া আছে। বুধবার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা আজ সকাল ১০টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁর কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাজমুল হাসান জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।
Leave a Reply