বর্তমান নিউজ.কমঃ
যশোরের মনিরামপুরে মোবাইল ফোন ব্যবহারে বাধা দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আশা খাতুন নামে এক এসএসসি পরিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আশা খাতুন পৌরশহরের বিজয়রামপুর এলাকার আমিনুর বিশ্বাসের মেয়ে।
স্থানীয় সংরক্ষিত পৌর কাউন্সিলর গিতা রানী কুন্ডু ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন ভাইবোনের মধ্যে আশা সবার বড়। আশা খাতুন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী ছিল। সোমবার সন্ধ্যায় লেখাপড়া না করে আশা মোবাইলফোন ব্যবহার করছিল। এ সময় তার মা আশার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে গভীর রাতে আশা দোতলার সিঁড়িরুমের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে বড় মেয়েকে হারিয়ে আশার পিতা আমিনুর বিশ্বাস ও মা ফিরোজা বেগম শোকে আহাজারি করছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Leave a Reply