বর্তমান নিউজ.কমঃ
চিত্রনায়িকা পরীমণি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। আবেদনে ওই মামলার কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশ প্রত্যাহার চাওয়া হয়েছে।
সোমবার আপিল বিভাগের সংশ্নিষ্ট শাখায় পরীমনির পক্ষে তার আইনজীবী মো. শাহীনুজ্জামান আবেদনটি দায়ের করেন।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে পরীমণি বর্তমানে জামিনে আছেন। পরে ওই মামলার কার্যক্রম এবং ঢাকার আদালতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি।
এরপর গত ১ মার্চ ওই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়। এ পর্যায়ে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে ৮ মার্চ হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরই ধারাবাহিকতায় চেম্বার আদালতের আদেশের বিরুদ্ধে পরীমণির পক্ষে আবেদনটি করা হয়।
Leave a Reply