বর্তমান নিউজ.কমঃ
প্রয়াত নাসিম ওসমান পত্নী পারভিন ওসমান বলেন,ভাল কাজের মাধ্যমে মানুষের সফলতা। আর এ সফলতার মূল মন্ত্রে ছিলেন নাসিম ওসমান। যিনি পুরো জীবনটা দেশের কল্যানে কাজ করছেন। সোমবার (২৮ মার্চ) রাতে খানপুর দারুস সালাম এতিম খানা মাদ্রাসা প্রাঙ্গণে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির আয়োজনে প্রয়াত সংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্বরনে দোয়া ও মিলাদ মাহফিল তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নাসিম ওসমান এমন একজন মানুষ ছিলেন,যিনি তার নববধূকে রেখে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবীতে রাজপথের আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধু তাই নয় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি বার বার কারাবন্দী হয়েছেন।
এসময় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবু মুছা বলেন, পারিবারিক ভাবে প্রয়াত নাসিম ওসমানের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের রেস ধরে আমার রাজনীতিতে আসা। এসময় তিনি বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতের কর্নধার। তাই শিশুদের অবহেলা না করে মাতৃ স্নেহে লালন পালন করা উচিত। অনুষ্ঠান শেষে এতিম ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরন ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ নেতৃবৃন্দদের হাতে মোবাইল সেট উপহার দেন পারভিন ওসমান।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল পরিষদ জেলার সভাপতি ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক অভি আজিম, আবির সিকদার,সিডনি,সাকিব প্রমূখ।
Leave a Reply