বর্তমান নিউজ.কমঃ
সোনারগাঁয়ে ‘ভাইলীগ’ বাদ দিয়ে আওয়ামীলীগের সকল সংগঠনকে আহবায়ক কমিটির সাথে থাকার অনুরোধ জানালেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি বলেন, এই সোনারগাঁয়ে কোনো ভাইলীগ প্রতিষ্ঠিত করা যাবে না। ভাইলীগ বাদ দিয়ে আহবায়ক কমিটির সাথে থাকতে হবে। কোনো ভাইলীগের দিকে তাকানো যাবে না।
২৭ মার্চ কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও স্বাধীনতা কনসার্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, কাঁচপুর ইউনিয়নে আওয়ামীলীগের অবস্থা হযবরল। বিষয়টি অত্যন্ত দু:খজনক। একটি সমৃদ্ধশালী ইউনিয়ন হলো কাঁচপুর। বাংলাদেশের ১০টি ইউনিয়নের মধ্যে কাঁচপুর একটি অন্যতম ইউনিয়ন। এখানে আওয়ামীলীগ থাকবে অন্যরকম। এখানে আওয়ামীলীগের মধ্যে ভেদাভেদ ও কোন্দল রয়েছে। আমি কার্ড দেখলাম এখানে অনেক নেতা অনুপস্থিত রয়েছে। দল করলে নেত্রীর নির্দেশ মানতে হবে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মানতে হবে। কাঁচপুর যদি সাংগঠনিক, শক্তিশালী ও দলীয়ভাবে ঐক্য না থাকে তাহলে এই সোনারগাঁয়ে সুদিন আসবে না। এই কাঁচপুর থেকে কিন্তু সংগ্রাম আন্দোলন রচিত হয়।
মাসুম বলেন, আগামী ৩১ তারিখে কাঁচপুরে একটি কর্মীসভা হবে। সেখানে যারা উপস্থিত হবেন না তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। অনুষ্ঠান যেনো না হয় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আহবায়ক কমিটি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না। এই কাঁচপুর ও পিরোজপুর যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে দলীয প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁয়ের সাবেক এমপি ও উপজেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, জেলা পরিষদের সদস্য ও আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, জেলা পরিষদের সদস্য নূরে আলম খানসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply