বর্তমান নিউজ.কমঃ
ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি এইচএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাশার খানের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ মার্চ নগরীর ১নং রেলগেট নগর কার্যালয় থেকে শুরু করে ২নং রেলগেট হয়ে ডিআইটি চত্বর হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব অন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (প্রবাসী) মাওলানা মুহাম্মাদ আল আমিন খলিফা।
তিনি বলেন, দেশের সঙ্কট মোকাবেলায় যুবকদের যেমন অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তেমনি দেশের স্বাধীনতা রক্ষায় যুব সমাজকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। আজ বাংলাদেশ স্বাধীনতা ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। স্বাধীনতার পর থেকে যারাই এ দেশের রাষ্ট্রযন্ত্রকে পরিচালিত কয়েছেন তারা শুধু তাদের কথাই চিন্তা করেছেন, না করেছেন দেশের কথা, না করেছেন এদেশের ১৮ কোটি জনগণের কথা। রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদ ও মা- বোনের ইজ্জতের বিনিমেয় আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। বিশে^র মানচিত্রে অংকিত হয়েছে স্বাধীন সার্বভৌম একটি স্বাধীন বাংলাদেশ এর নাম। আর তখন স্বাধীনতার মূল্য প্রতিপাদ্য বিষয় ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ও ইনসাফ পূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও আমরা এগুলোর একটিরও মুখ দেখতে পারি নাই বরং আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে প্রতিনিয়ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন- ইসলামী শ্রমিক আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ মোস্তফা তালুকদার, ইসলামী যুব আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক- মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক- ডা. এ কে এম হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক- মুহাম্মদ আরিফুর রহমান, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রেজাউল করীম, শহর শাখার যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাহীন ইসলাম হোসাইন, বন্দর থানা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন রাকিব, সিদ্ধিরগঞ্জ থানা সহ-সভাপতি মুহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক- মুহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ মাহাদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখার সেক্রেটারি-আলহাজ¦ আবদুর রহমান রোমান নগর, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply