বর্তমান নিউজ.কমঃ
রবিবার দুপুর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস না থাকায় হোটেল গুলোতে জনসাধারণের উপ্চেপড়া ভিড় দেখা যায়। কিন্তু জনগণের খাবারের চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে গ্যাস না-থাকা পাড়া মহল্লা গুলোর ছোট বড় খাবার হোটেল গুলোকে। অপরদিকে কিছু অসাধু খাবার হোটেল ব্যাবসায়িরা সুযোগ বুঝে খাবারের দাম বাড়িয়ে ক্রেতাদের নিকট বিক্রয় করে অধিক মুনাফা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পাড়া মহল্লা গুলো থেকে।
ভোক্তারা বলছে, খাবারের দোকান গুলো সুযোগ পেয়ে তাদের ইচ্ছে মতো খাবারের দাম নিচ্ছে। এযেন দেখার কেউই নেই।
এর আগে আজ ২৭মার্চ (রোববার) নারায়ণগঞ্জ ও আশপাশের কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়ে ছিলো তিতাস কতৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার দুপুর ১২টা থেকে রাত টা পর্যন্ত গোদনাইল, এনায়েত নগর, বউবাজার, লাকি বাজার, হাজিগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা পোস্ট অফিস, সস্তাপুর, জেলখানা রোড, হাজীগঞ্জ, শিবু মার্কেট, পঞ্চবটি, মাইসদাইর, ইসদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবপুর, ধর্মগঞ্জ, তক্কার মাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ও ইদরাকপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় তারা। এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ থাকবে।
Leave a Reply