বর্তমান নিউজ.কমঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হওয়া উপলক্ষে পারভীন ওসমানের নেতৃত্বে এবং যুব সমাজের অহংকার আজমেরী ওসমানের উদ্যাগে বিশাল র্যালী অনুষ্ঠিত হয় ।
২৬ মার্চ (শনিবার) দুপুরে জাতীয় পার্টির নব প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের সভাপতিত্বে এ বিজয় মিছিল করা হয়।
পারভীন ওসমানের বলেন, সাংবাদিকরা আপনারা যেটা সত্য সেটা লেখবেন ও আমাদের নিয়ে খোঁচাখুঁচি করবেননা সাবধান করে দিলাম। আগে সত্যটা জেনে নিবেন না জেনে উল্টা পাল্টা কিছু লিখবেন না। আমি যুব সমাজকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে চাই যুবসমাজই আমার কাজের প্রেরণা ।
দুপুর থেকেই শহরের ৩০০ শয্যা খানপুর হাসপাতাল রোডে দলে দলে নেতাকর্মীদের একত্রিত হয়। এরপর বিজয় মিছিল শুরু করে শহরের চাষাড়া মোড় হয়ে ২নং রেল গেট ঘুরে চাষাড়া মোড়ে এসে শেষ হয়।
এসময় দলে দলে পাড়া-মহল্লা, থানা, উপজেলার সকল নেতাকর্মীরা সহ নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষ বিজয় মিছিলে অংশ গ্রহন করে সফল করে। উক্ত বিজয় মিছিলে প্রায় হাজারো লোক বিজয় উল্লাস করে।
Leave a Reply