বর্তমান নিউজ ডটকমঃ
নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এর ইজারার কয়েক লাখ টাকা পরিশোধ না করায় পঞ্চবটি এলাকায় অ্যাডভেঞ্চার ল্যান্ড এমিউজমেন্ট পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
২৪ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিটি করপোরেশনের সাভেয়ারারা গিয়ে পার্কের প্রধান ফটকে তালা দিয়ে দেয়। তারপর থেকেই পার্কটি বন্ধ রয়েছে।
সিটি করপোরেশনের সার্ভেয়ার মো. কালাম মোল্লা বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষের নির্দেশে অ্যাডভেঞ্চার ল্যান্ড এমিউজমেন্ট পার্কে প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে। বিগত দুই বছর ধরে পার্কের ইজারাদার বকেয়া টাকা পরিশোধ না করে পার্ক চালিয়ে যাচ্ছিলেন। ইতোমধ্যে টাকা পরিশোধে সিটি করপোরেশন থেকে চিঠিও দেওয়া হয়। কিন্তু তারপরও পরিশোধ না করায় আজকে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।’
তিনি বলেন,কত টাকা বকেয়া রয়েছে সেটা আমি জানি না। ধারণা করছি ১০ থেকে ১৫ লাখ টাকা হবে। তবে সিও স্যারের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত ও সঠিক তথ্য পাবেন।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) আবুল আমিনের মোবাইলে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।
সিটি করপোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন বলেন, ‘দুই বছরের বকেয়া টাকা পরিশোধ না করায় পার্কে আজকে তালা দেওয়া হয়েছে। টাকা পরিশোধ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পার্ক বন্ধ থাকবে। টাকা পরিশোধ করা হলে আবারও খুলে দেওয়া হবে। তবে টাকার পরিমাণ আমি জানি না।’
প্রসঙ্গত ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার পঞ্চবটি মেথরখোলা এলাকায় (ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে অ্যাডভেঞ্চার ল্যান্ড এমিউজমেন্ট পার্কটির নির্মাণ করা হয়। সিটি করপোরেশনের নিজেস্ব ৬ একর ২০ শতাংশ জায়গায় এ পার্ক তৈরি করা হয়। সিটি করপোরেশন এলাকায় এটিই একমাত্র বিনোদন পার্ক। ২০১২ সালের ডিসেম্বরে পার্কের কাজ শুরু করে জুলফিয়া ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। জমি সিটি করপোরেশনের আর অর্থায়ন জুলফিয়া করপোরেশনের এ চুক্তিতে এ পার্ক নির্মাণ করা হয়। ২০১৬ সালের ডিসেম্বরে পার্কের সম্পূর্ণ কাজ শেষ হয়।
তবে এ বিষয়ে জুলফিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply