বর্তমান নিউজ ডটকমঃ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যাতে প্রতি মাসে এই ক্যাম্প করতে পাড়ি ও গরীব মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে পাড়ি। সমাজের গরীব ও যারা অসুস্থ কিন্তু ভালো ডাক্তার দেখাতে পারছেনা তাতের জন্য এই ক্যাম্প এর আযোজন করা হয়েছে এই ক্যাম্প যাতে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রেখে আমরা সবাই কাজ করে যাবো বলে, প্রধান অতিথির বক্তব্যে বলেন রবিউল হোসেন।
সমাজের যে সকল গরীব লোকরা চিকিৎসার করাতে পারছেনা তাদের জন্য গলাচিপা যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পে সেবা দেন,নারায়ণগঞ্জ ৩০০শর্যা হসপিটাল এর ডাক্তার মশিউর রহমান মেডিসিন অবিজ্ঞ। ডায়াবেটিক,উচ্চ রক্তচাপ,হৃদরোগ, গ্যাস্ট্রোরিভার,কিডনি,শ্বাসরোগের সমস্যা ও জ্বর,ঠান্ডা,কাশি রোগের পরামর্শ দেয়া হয়েছে ও ঔষধ প্রধান করা হয়।
গলাচিপা যুব সমাজের উদ্যোগে প্রতি মাসের ন্যায় ২য় বার ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে গলাচিপা চেয়ারম্যান বাড়ি কুড়িপাড়ার মোড়ে।
প্রধান অতিথি, মোঃ রবিউল হোসেন সমাজ সেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব, বিশেষ অতিথি, হাজী সমসের, হাজী মোঃ শাহালম শিকদার, সভাপতি বাইতুল মামুর জামে মসজিদ, হাজী মোঃ আব্দুল হাই বিশিষ্ট সমাজসেবক,এম এ মান্নান পট্টু সহ-সভাপতি বাইতুল মামুর জামে মসজিদ, এস এম সাত্তার ভুট্টা, সাধারন সম্পাদক বাইতুল মামুর জামে মসজিদ, ও আব্দুল রসিদ বিশিষ্ট সমাজসেবক।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা এলাকার মুরুব্বি মোঃ শামীম ও গলাচিপা যুব সমাজের মোহাম্মদ আলী,মোঃ রুবেল, সাংবাদিক মোঃ সুলতান,মোঃ সিহাব মোঃ আলমগীর,মোঃ মোশারফ,মোঃ নজরুল,মোঃ নুর হোসেন,মোঃ ওয়াহিদ,মোঃবাদল,মোঃ সোহেল,মোঃ কুরবান,মোঃমিঠু,মোঃ সেলিম,ও মোঃসোহেল,প্রমূখ।
Leave a Reply