মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে আছে- ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ওই দিন সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ এবং বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে ‘স্বাধীনতা র্যালি’ হবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এ শোভাযাত্রা করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সব কার্যালয়ে আলোকসজ্জা, দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করবে দলটি। ৩০ মার্চ বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে আলোচনা সভা।
Leave a Reply