বর্তমান নিউজ ডটকমঃ
মহান স্বাধীনতা দিবস’ ২৬ মার্চ ‘উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুর নির্ধারিত স্থানে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এ পরিদর্শনের সুযোগ রাখা হবে।
বুধবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেসব স্থানে যে জাহাজে পরিদর্শনের সুযোগ
ঢাকার সদরঘাটে বানৌজা অদম্য, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ বানৌজা ধানসিঁড়ি, চট্টগ্রাম নেভাল জেটি, নিউমুরিং, চট্টগ্রাম বানৌজা স্বাধীনতা, খুলনা বিআইডব্লিউটিএ’র রকেট ঘাট।
খুলনা বানৌজা তিতাস, মোংলা দিগরাজ নেভাল বার্থ, মোংলা বানৌজা করতোয়া, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাট, বরিশাল বানৌজা বরকত এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর বানৌজা চিত্রা।
Leave a Reply