বর্তমান নিউজ.কমঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোঃ নাঈম হোসেন মিশাল ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেন খাঁনপুর পোলষ্টার ক্লাবে ,খাঁনপুর ব্রাঞ্চ রোড ১২নং ওয়াজ এলাকাবাসীকে নারায়ণগঞ্জ বুধবার ২৩ মার্চ সকাল ১০টা হতে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখা হয় । বিনামূল্যে চক্ষু পরিক্ষা সেবা পরিচালনা করেন চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সভাপতি খানপুর বাসীর ও সবেক পোলষ্টার ক্লাবের সভাপতি জাহাঙ্গীর কবির পোকন. নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতা শামসুল জ্জামান ভাসানি. পোলষ্টার ক্লাবের সভাপতি আসাদুর জামান আসাদ. সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির বকুল. সাবেক সহ সভাপতি কামরুল জামান খানপুর বাসীর সাধারন সম্পাদক হাজ্বী মোহাম্মদ নিজাম. সহ সভাপতি রিপন.বাংলার চোঁখ ফোট ও নিউজ এজেন্সির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান, হাকিম মিশু, আরিফ, মোহাম্মাদ খালেদ সাইফুলা, মোহাম্মদ ওমর ফারুক ।
Leave a Reply