বর্তমান নিউজ ডটকমঃ
স্বাধীনতার পর নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরী বৈদ্যেরবাজার হতে সাহাপুর ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না করায় গত কয়েকমাস আগে ব্রিজটির কয়েকটি অংশে ভাঙ্গন দেখা দেয়। এ ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সড়ক ও জনপদের লোকজন নামে মাত্র লৌহর ইস্পাত দিয়ে ব্রিজটি সংস্কার করলেও মুল ক্ষত রয়ে যায় ব্রিজটিতে। সেই ক্ষতের কারণেই আজ (২৩ মার্চ) ফের ব্রিজটির উপর দিয়ে একটি মালবাহী ট্রাক পারাপার হওয়ার সময় ব্রিজটির একাংশ ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে ঘটনাক্রমে ট্রাকের চালক ও হেলপার বেঁচে যান। কিন্তু ট্রাকে থাকা কয়েক লাখ টাকার মালামাল ক্ষতি সাধন হয়।
স্থানীয় সিমেন্টের দোকানদার জানান, বুধবার দুপুর ১২টার দিকে একটি মালবাহী ট্রাক বৈদ্যেরবাজার ঘাট থেকে আসার পথে ব্রিজে উঠার সাথে সাথে ব্রিজটি ভেঙ্গে মালবাহী ট্রাকটি নিচে পড়ে যায়। এতে ট্রাকে থাকা কয়েক লাখ টাকার টাইলস ভেঙ্গে নষ্ট হয়ে যায়। তিনি আরো জানান, মালবাহি ট্রাকটি ঝিনাইদহ থেকে টাইলস নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল। সে সময় টাইলসের সাথে যাত্রাবাড়ি থেকে কিছু কলা বোঝাই করে বৈদ্যেরবাজার আসে। কলাগুলো বৈদ্যেরবাজার নামিয়ে দিয়ে যাওয়ার সময় দূর্ঘটনাটি ঘটে।
Leave a Reply