বর্তমান নিউজ.কমঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো ধাক্কায় ডুবে যাওয়া আফছারউদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে ৷
২১ মার্চ (সোমবার) ভোরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সাহায্যে লঞ্চটি নদী থেকে টেনে তীরে আনা হয়৷ তবে লঞ্চের ভেতর কোন যাত্রীর দেহ পাওয়া যায়নি৷
এদিকে সকালে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত শাহ সিমেন্ট কারখানার পাশ থেকে ২২-২৫ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা৷ এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে৷
নিহতরা হলেন: জয়নাল ভুইয়া (৫০) পিতা মৃত: জুলফিকার আলী, উত্তর ইসলামপুর, মুন্সীগঞ্জ সদর, আরিফা বেগম (৩৫) স্বামী-দ্বীন ইসলাম, রমজানগো, মুন্সীগঞ্জ, তার শিশু পুত্র সাফায়েত হোসেন (১৫ মাস), স্মৃতি রাণী বর্মণ (১৯), পিতা জয়রাজ বংশী, ইসমাইলের চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, উম্মে খায়রুন ফাতেমা (৪৫), স্বামী আবু তাহের সরকার, দেলরবাগ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, সালমা (৩৩), পিতা-আজিজ, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ফাতেমা (৭), পিতা- ইউনুছ খলিফা, মির্জাগঞ্জ, পটুয়াখালী এবং অজ্ঞাতনামা একজন। নিহত উম্মে খায়রুন ফাতেমা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যরবাজার হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রোববার দুপুর সোয়া ২টায় দ্রুতগামী পণ্যবাহী কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ পেছন থেকে ধাক্কা দেয় ও ঠেলে লঞ্চটিকে ডুবিয়ে দেয়৷ এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন৷
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের তালিকা অনুযায়ী সাড়ে ৩ বছরের শিশু কন্যাসহ ৫ জন নিখোঁজ রয়েছে৷ তারা হলেন: মুন্সিগঞ্জের ইসমানি চরের জয়রামের দেড় বছরের কন্যা আরোহী (তার বোন স্মৃতির লাশ উদ্ধার হয়েছে), জোবায়ের হোসেন, চাঁদপুরের ফরিদগঞ্জের বিষকাঠালী গ্রামের আব্দুল ওয়াদুদ সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল জাবের (২৭), মুন্সিগঞ্জের ইসলামপুর গ্রামের মৃত হবি মিয়ার ছেলে হাতেম আলী (৫০), সোনারগাঁ ধলিয়ারবাদ পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন এলাকার আবু তাহের সরকারের স্ত্রী উম্মে খায়রুল ফাতেমা (২৬)৷ লঞ্চ দুর্ঘটনায় সাঁতরে বেঁচে ফিরেছেন আবু তাহের৷
Leave a Reply