বর্তমান নিউজ ডটকমঃ
মাগুরা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে ইসমাইল মৃধা (৪৭) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলমখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল মহম্মদপুর উপজেলার একটি ইউপির ওয়ার্ড সদস্য। অন্যদিকে যৌন হয়রানির শিকার ওই কিশোরী (১৪) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ওই স্কুলছাত্রীর মা প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে ইসমাইল তাঁদের বাড়িতে গিয়ে জানান, এবার স্কুলের মেয়েদের ভাতার কার্ড তৈরির দায়িত্ব পেয়েছেন তিনি। তবে কার্ড তৈরির জন্য মেডিকেল সার্টিফিকেট লাগবে। এ জন্য মেয়েকে নিয়ে মাগুরা সদর হাসপাতালে যেতে হবে। এ কথা বলে ইসমাইল গতকাল রোববার সকালে মেয়ের সঙ্গে তাঁকে (স্কুলছাত্রীর মা) নিয়ে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যান। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে ইসমাইল তাঁকে (মা) টিকিট কাউন্টারের সামনে দাঁড় করিয়ে মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু ইসমাইল হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরিয়ে এনে বলেন, এখানে চিকিৎসক নেই, অন্যত্র যেতে হবে।
ওই ছাত্রীর মা আরও বলেন, অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে রিকশায় উঠিয়ে শহরের হাজিসাহেব রোডে নিয়ে যান তিনি। সেখানে শিক্ষা অফিসের পশ্চিমে জনৈক সেলিনা আকতারের বাড়িতে নিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় সে চিৎকার দিলে ইসমাইল তাকে ঘর থেকে বের করে দিয়ে নিজে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মেয়ে হাসপাতালে এসে তাঁর (মা) কাছে বিস্তারিত জানায়। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি প্রথমে হাসপাতালের চিকিৎসকদের শরণাপন্ন হন। চিকিৎসা শেষে আজ সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় আজ ইসমাইল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply