বর্তমান নিউজ ডটকমঃ
নারায়ণগঞ্জ ৫ আসনের সদর বন্দরের সাংসদ সদস্য সেলিম ওসমানের রোগমুক্তি কামনায় গত শুক্রবার বিকালে বন্দর উপজেলা যুব সংহতির কার্যালয় মদনগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মহানগর জাতীয়পার্টির আহবায়ক রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দোয়া অনরুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু।
বিশেষ অতিথি ছিলেন মহানগর জাতীয়পাডির্টর সদস্য সচিব কাউন্সিলর আফজাল হোসেন, জেলা যুবসংহতির আহবায়ক রিপন ভাওয়াল, সদস্য সচিব কামাল হোসেন, সাবেক আহবায়ক সাইফুল ইসলাম বাহার। দোয়ায় অংশ গ্রহণ করেন বন্দর উপজেলা যুবসংহতির সভাপতি আশরাফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তোতা, জাতীয়পার্টি নেতা প্রদিম দাস, লিটন সিকদার, বাচ্চু মিয়া, কামরুল, সজিব, জাহী মফিজ, রাজিব, শাহনাজ, শাহিন, অকিল, মোখলেচুর রহমান রাসেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাওদুদুর রহমান। এছাড়াও জেলা ও মহানগরের বিভিন্ন মসজিদে বাদ এশা সাংসদ সেলিম ওসমানের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এবং রাত ১২টা ৫ মিনিটে নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থানে পবিত্র লায়লাতুল বরাত উপলক্ষে আয়োজিত দোয়ায়ও সাংসদ সেলিম ওসমানের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
Leave a Reply