বর্তমান নিউজ.কম: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাএীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌ মন্ত্রণালয়ের উপসচিব মো: আমিনুর রহমান বিআইডব্লিউটিএর যুগ্ন সচিব ডা.আ.ন.ম বজলুর রসিদকে প্রধান করে এ কমিটি গঠন করেন। কমিটির অপর দুই সদস্য হলেন,নৌ পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সিমানার ক্যাপ্টেন আবু সাঈদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের পরিচালক মো: রফিকুল ইসলাম। এর আগে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলআমিন নগর কয়লাঘাটের সামনে একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবে যাওয়ার ঘটনা ঘটে। এসময় ১৫/২০ জন যাএী নদীর পাড়ে উঠতে পারলে ও বাকী যাএীরা নিখোঁজ রয়েছে।
এদিকে বৃদ্ধ ও শিশু সহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীরা এখনও উদ্ধার তাৎপরতা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply